ডেঙ্গু আক্রান্ত বিএনপি নেতা আনুর পাশে গণসংহতি আন্দোলন
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে বাসায় চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতে বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় ডন চেম্বারের নিজ বাসভবনে যান গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, মহানগর সমন্বয়কারী মো. বিপ্লব খান এবং ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনসহ আরও অনেক নেতাকর্মী।
নেতৃবৃন্দ আনুর শারীরিক অবস্থার সর্বশেষ খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।





































