শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া বাল্কহেড, সুকানীসহ ২ গ্রেপ্তার
শীতলক্ষ্যা নদীতে বেপরোয়া ও ঝুঁকিপূর্ণভাবে বাল্কহেড চালানোর অভিযোগে কলাগাছিয়া নৌ পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তাররা হলো পটুয়াখালী জেলার সদর থানার পূর্ব জৈনকাঠি এলাকার সৈয়দ আব্দুল মান্নান মিয়ার ছেলে সুকানী সৈয়দ আব্বাছ উদ্দিন (৩২) এবং একই জেলার শৈলা এলাকার হালেম হাওলাদারের ছেলে মোঃ আবু কালাম (৩৫)।
কলাগাছিয়া নৌ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। বুধবার (১০ ডিসেম্বর) তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৯ ডিসেম্বর রাতে কলাগাছিয়া নৌ পুলিশ শীতলক্ষ্যা নদীতে টহল চলাকালে এম.বি. মিহরিমা এন্ড নাজমা নামক বাল্কহেডটি দ্রুত গতিতে মেঘনা ব্রিজ থেকে নারায়ণগঞ্জের দিকে আসতে দেখে ধাওয়া চালিয়ে আটক করে।
গ্রেপ্তার আসামিদের হেফাজত থেকে একটি স্টালের তৈরি ইঞ্জিন চালিত বালু বোঝাই বাল্কহেড যার নাম এম.বি. মিহরিমা এন্ড নাজমা, রেজিঃ ১নং এম-২০০০০-১১, দৈর্ঘ্য ২৯.৫৭ মিটার, প্রস্থ ৭.৩২ মিটার এবং গভীরতা ২.৪৪ মিটার, ইঞ্জিনসহ মূল্য অনুমানিক ৫০ লাখ টাকা। উক্ত বাল্কহেডে অনুমান ১৫,৯০০ ঘনফুট বালু রক্ষিত আছে, যার মূল্য অনুমান ৩১,৮০০ টাকা। বালুসহ বাল্কহেডের অনুমানিক মোট মূল্য ৫০,৩১,৮০০ টাকার মালামাল জব্দ করা হয়।





































