ফতুল্লায় অসুস্থ বিএনপি নেতা হেলালউদ্দিনের পাশে গিয়াসউদ্দিন
ফতুল্লায় অসুস্থ বিএনপি নেতা হেলালউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হেলালউদ্দিনের বাসভবনে গিয়ে খোঁজখবর নেন তিনি। এসময় হেলালউদ্দিনের দ্রুত আরোগ্য কামনা করেন এবং যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
হেলালউদ্দিনের বাসভবনে উপস্থিত হয়ে মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, “দলের দুঃসময়ে যারা ছিলেন তাদের খোঁজ রাখা নেতাকর্মীদের কর্তব্য। আমরা সবসময় নেতাকর্মীদের পাশে থাকব এবং ফতুল্লার উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাব।”
এসময় এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুবু রহমান সুমনের তত্ত্বাবধানে ধানের শীষ প্রতীক নিয়ে গণসংযোগও করেন মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমরা বিপদ-সুখ দুটোতেই নেতাকর্মীদের পাশে থাকি, তাই সংগঠনকে শক্তিশালী রাখতে সবাইকে একত্রিত থাকতে হবে।”
উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি.এম. সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, কবির প্রধান, হাজী বিল্লাল হোসেন, যুগ্ম-সম্পাদক খন্দকার আক্তার হোসেন, মাঈনুল হোসেন রতন, সাংগঠনিক সম্পাদক হাসান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, শওকত আলী, ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক হাজী মাসুদুর রহমান মাসুদ, ফতুল্লা থানা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জামির হোসেন খাঁন স্বাধীন, ফতুল্লা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাসেল মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা কৃষকদল নেতা নাছির প্রধান ও আশিক মাহমুদ সুমন প্রমুখ।





































