০৬ নভেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৫, ৬ নভেম্বর ২০২৫

মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শহরে ধানের শীষের গণসংযোগ

মাসুদুজ্জামান মাসুদের পক্ষে শহরে ধানের শীষের গণসংযোগ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ–এর পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা ২নং রেলগেট সংলগ্ন ১৬নং ওয়ার্ডের আলমাস পয়েন্ট থেকে গণসংযোগ শুরু হয়ে জমির সুপার মার্কেট, রহমত উল্ল্যা মার্কেট, ভূঁইয়া মার্কেট, হাকিম মার্কেট, ভাই ভাই মার্কেট, সোহরাওয়ার্দী মার্কেট, ফজর আলী ট্রেড সেন্টার হয়ে নয়ামাটি হোসিয়ারি মার্কেট পর্যন্ত চলে।

এসময় ধানের শীষ ও বিএনপির ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার কর্মসূচি নিয়ে জনসচেতনতা সৃষ্টি করা হয়।

গণসংযোগে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, সাবেক ছাত্রদল নেতা ও মহানগর বিএনপি নেতা জয়নাল আবেদীন, সাবেক সদর থানা যুবদল সভাপতি জাহাঙ্গীর মাতবর, মহানগর যুবদলের সদস্য মো. জুবায়ের আলম জ্বলক, ১৪নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, জাতীয়তাবাদী হিন্দু ফোরামের জেলা সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র দাস, ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা আওলাদ, বাশার, ইব্রাহিম, হাসান, ১৫নং ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইসলাম, তারেক জিয়া প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, ১৫নং ওয়ার্ড যুবদল নেতা আকিব, সাগর, সুজিতসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দলের নেতৃবৃন্দ দেলোয়ার, নুর আলম, সিপন, মোস্তাক, শাহ জালাল, টমাস, সেলিম, সুজন, সঞ্জু, জিতু, রাকিব, বাবু প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, “মাসুদুজ্জামান মাসুদ ভাইয়ের নেতৃত্বে আমরা শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। ত্যাগী নেতাকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় ধানের শীষের বিজয় নিশ্চিত করে গুপ্ত স্বৈরাচার প্রতিরোধে আমরা অঙ্গীকারবদ্ধ।”

তারা আরও বলেন, “ধানের শীষ প্রার্থীকে ঘিরে বিভ্রান্তি ও অপপ্রচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে ইতিবাচক চিন্তায় প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

সর্বশেষ

জনপ্রিয়