নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি দল
নারায়ণগঞ্জে টাইফয়েড টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি দল। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে সংস্থাটির কারিগরি কর্মকর্তা ড. ইমানুয়েল নজাম্বের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রথমে জেলা স্বাস্থ্য বিভাগে যান।
এসময় দলের সদস্যরা জেলার সিভিল সার্জন ডা. মুশিয়ুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। মতবিনিময় শেষে প্রতিনিধি দলটি দুটি ভাগে বিভক্ত হয়। এর মধ্যে ড. ইমানুয়েল নজাম্বের নেতৃত্বাধীন একটি দল সোনারগাঁ উপজেলার বিভিন্ন টাইফয়েড টিকাদান কেন্দ্র পরিদর্শন করে। অন্য দলটি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার টিকাদান কেন্দ্রসমূহ ঘুরে দেখে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই পর্যবেক্ষণ কার্যক্রমের উদ্দেশ্য ছিল জেলায় টাইফয়েড টিকাদান কর্মসূচির অগ্রগতি, প্রক্রিয়া ও মান যাচাই করা।





































