জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসের সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এর সূর্বণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র যৌথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক হেলাল খান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব জাকির হোসেন রোকন।
সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি, মো. আহসান উল্লাহ চৌধুরী, জাবেদ আহমেদ কিসলু, হাসান চৌধুরী, কে এম খালেদুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মো. জামাল উদ্দিন নাসির, ফারহানা চৌধুরী বেবী, এ্যাড, ফরহাদ হোসেন নিয়ন, সদস্য এস এম মনিরুল ইসলাম, এ্যাড, মোঃ আমিনুল হক, জাকির হোসেন আখের, মোঃ হাবিবুর রহমান জসীম, ইঞ্জি মোঃ মঞ্জু মিয়া, শাহ মোঃ বিল্লাল হোসেন, শাকিল আহমেদ, হুসাইন মোঃ সাইদুল ইসলাম সাঈদ, এনামুল হক জুয়েল, অধ্যক্ষ আশরাফ হোসেন শাহীন, সৈয়দ আশরাফুল মজিদ খোকন, টাইগার সোহেল, মুন্সিগঞ্জ জেলা জাসাস এর আহবায়ক হাসান জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি মোঃ স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন স্বাধীন, গাজীপুর মহানগর জাসাস এর আহবায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, সদস্য সচিব মোঃ কৌশিক খান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আনিসুর রহমান মিরন, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রানা, গাজীপুর জেলা জাসাস এর ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান দুখু প্রমুখ।





































