জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির যত আয়োজন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা আয়োজন হাতে নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এ কর্মসূচি সফল করতে প্রস্তুত রয়েছে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহ।
৭ নভেম্বর দিবসটি উপলক্ষে পৃথক ব্যানারে র্যালির আয়োজন করেছে জেলা ও মহানগর বিএনপি। এছাড়াও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বর্ণাঢ্য র্যালির আয়োজন করেছেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, “কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিকেল তিনটায় ফতুল্লার সাইনবোর্ড পাসপোর্ট অফিস এলাকায় নেতাকর্মীরা সমবেত হবেন। সেখান থেকে জেলা বিএনপির পক্ষ থেকে র্যালি শুরু হয়ে ভুইঘর বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে।”
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা শহরের হোসিয়ারি সমিতির সামনে সংক্ষিপ্ত সমাবেশ শেষে বঙ্গবন্ধু সড়ক হয়ে মন্ডলপাড়া পুল পর্যন্ত র্যালি করবো।”
এছাড়া নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বিকেলে খানপুর হাসপাতালের সামনে থেকে র্যালি শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।





































