সরকারি গাড়িচালক সমিতির বর্ষপূর্তি

“দেশের অর্থনৈতিক উন্নয়নে সরকারি গাড়িচালকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন” বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আলমগীর হোসাইন।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের হিমালয় চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি, নারায়ণগঞ্জ জেলা কমিটির ১ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, সম্মাননা প্রদান ও বর্ষ উৎসব অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন।
বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মুকবিল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ জলিল উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন.ডি.সি. তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব লোকমান আহাম্মদ এবং বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ কামরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আগারগাঁও তালতলা ওয়াকফ জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মো. আবুল বাশার। পরে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মোঃ ইসহাক কবির সমিতির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আপনাদের সেবা আমরা প্রতিদিন অফিসের শুরু থেকে শেষ পর্যন্ত পাই। আপনাদের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে আপনাদের ভূমিকা অপরিহার্য। আমরা আপনাদের জন্য একটি বিশ্রামকক্ষের ব্যবস্থা করার উদ্যোগ নিচ্ছি এবং আপনাদের ন্যায্য দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”
সভাপতি মোঃ মুকবিল হোসেন বলেন, “সরকারি গাড়িচালক সমিতি সবসময় সদস্যদের অধিকার ও কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামী দিনেও আমরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে অংশীদার হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত রাখব।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির।
বক্তারা বলেন, ১৯৬৩ সালে সরকারি অনুমোদন পাওয়ার পরও নারায়ণগঞ্জে দীর্ঘদিন কোনো কমিটি ছিল না। বর্তমান নেতৃত্বের প্রচেষ্টায় ২০২৪ সালের ১৯ অক্টোবর কমিটি গঠিত হয়, যার আজ পূর্ণ হলো এক বছর।
অনুষ্ঠানে বদলি জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় হাবিবুর রহমান সুজনকে এবং দক্ষ সংগঠক হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয় মোঃ শফিউল আলম, মিজানুর রহমান, দেওয়ান মোঃ মোশারফ হোসেন ও মোঃ আনোয়ার হোসেনকে।
এসময় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মোঃ মোশারফ হোসেনসহ সরকারি গাড়িচালক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা।