১৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:১৭, ১৮ অক্টোবর ২০২৫

বন্দরে জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক

বন্দরে জামায়াতে ইসলামীর নির্বাচনী উঠান বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর থানার দক্ষিণ শাখার উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) বিকেল শেষে বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সোনাকান্দা চৌধুরীপাড়া এলাকায় নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নায়েবে আমির ও কেন্দ্রীয় মজলিসের সুরা সদস্য মাওলানা আব্দুল কাইয়ুম। তিনি বক্তব্যে বলেন, “ভোট একটি পবিত্র আমানত। যে ব্যক্তি এই আমানত রক্ষা করতে পারবে, তাকে আপনারা ভোট দিন। যারা আমানত ক্ষুণ্ণ করবে, তাদের ভোট কখনো দেবেন না। আসন্ন নির্বাচনে ইসলামী আইন বাস্তবায়নের জন্য দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান করছি।”

সভাপতির দায়িত্বে ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সুরা সদস্য ও বন্দর থানার আমির মাওলানা শেখ ফজলুল হাই জাফরী, এবং সঞ্চালনা করেন কমিটির সেক্রেটারি কাজী রেদওয়ান হক মামুন।

এছাড়া বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি মাওলানা গোলাম আহাদ, সোনাকান্দা কেল্লা জামে মসজিদের মোতয়ালী মোঃ সানোয়ার হোসেন, সিনিয়র সহ সভাপতি আসলাম মিয়া, ইমাম ও খতিব মাওলানা জুনায়েদ হোসেন, ২১ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামী সভাপতি কিবরিয়া, পঞ্চায়েত কমিটির সভাপতি সুনিল বাবু ও অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ স্থানীয় জনগণকে দলের প্রার্থী মাওলানা মঈন উদ্দিন আহমদের পক্ষে সমর্থন ও দোয়ার আহবান জানান।

সর্বশেষ

জনপ্রিয়