নিরাপদ নগর গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মাসুদুজ্জামানের

নারায়ণগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও নিরাপদ নগর হিসেবে রূপান্তরের লক্ষ্যে দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ।
তিনি বলেন, “একটি পরিচ্ছন্ন ও নিরাপদ শহর গড়ে তোলা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের নাগরিক দায়িত্বও। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণ ছাড়া কোন উন্নয়নই টেকসই হয় না। এই শহরকে পরিচ্ছন্ন, নিরাপদ, বাসযোগ্য করতে হলে নারী, পুরুষ, দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে শহরের খানপুর এলাকায় বার একাডেমী স্কুলমাঠে আয়োজিত ‘পরিচ্ছন্ন শহর ও নিরাপদ নগর ভাবনা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নগরীর ১২ নম্বর ওয়ার্ডবাসী ও আমলাপাড়া পঞ্চায়েত কমিটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাসুদুজ্জামান।
অনুষ্ঠানে মাসুদ আরও বলেন, “নারায়ণগঞ্জের প্রতিটি এলাকা, প্রতিটি পাড়া-মহল্লায় নাগরিক সচেতনতা গড়ে তুলতে হবে। ময়লা-আবর্জনার সঠিক ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, সড়ক নিরাপত্তা, শিশুদের খেলার মাঠ, পর্যাপ্ত আলোকসজ্জা- এসব বিষয় নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান নিতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, সমাজের প্রতিটি মানুষকে এই লড়াইয়ে যুক্ত হতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে একসাথে কাজ করতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি।
তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের মার্কা একটাই- ধানের শীষ, আমাদের দল একটাই- বিএনপি। এখন সময় বিভাজন ভুলে একসাথে এগিয়ে যাওয়ার।”
নগর খানপুর এলাকায় কাটানো শৈশবের স্মৃতিচারণও করে মাসুদুজ্জামান বলেন, “আমার কৈশোর এই অঞ্চলেই কেটেছে। বার একাডেমী স্কুল, মহসীন ক্লাব ও পোলস্টার ক্লাবেই ছিল কৈশোর। এই এলাকার পরিষ্কার রাখার দায়িত্ব আমার আপনার সকলের। সাথে সাথে অন্তরও পরিষ্কার থাকতে হবে। অন্তর পরিষ্কার না থাকলে ঘর পরিষ্কার করেও এ জাতির কোন উন্নয়ন হবে না।”
নিরাপদ নগরী গড়তে নাগরিক মহলের উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হবে মন্তব্য করে তিনি বলেন, “সমাজের অবক্ষয় হচ্ছে, কিশোর গ্যাং ও মাদক বড় সমস্যা। মান সম্মানের জন্য দিনে দিনে মুরুব্বি ও বড় ভাইয়েরা পেছনে চলে গেছেন। আমি বলতে চাই, আর সময় নেই, আপনারা বসে না থেকে এগিয়ে আসেন, আমরা সবাই মিলে নিরাপদ নগরী তৈরি করব ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “বিএনপি একটি বড় দল। স্বাভাবিকভাবেই একটা আসনে চার-পাঁচ জন প্রার্থী থাকবেই, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। ব্যক্তিগত মতামত ভিন্ন থাকতে পারে, কিন্তু বিএনপি যারা করেন তারা তো একটা জায়গায় একমত। সবাই জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী এবং সকলে দলের মঙ্গল চায়। যোগ্যতার ভিত্তিতে দল যদি মনে করেন আপনাকে নমিনেশন দিবে, আমরা সবাই মিলে আপনার পেছনে কাজ করব কোনো সমস্যা নেই। দল আমাকে যোগ্য মনে করলে ভালো কিন্তু আমরা সবাই একসাথ কাজ করবো।”
প্রবীণ বিএনপি নেতা কামাল সরদারের সভাপতিত্বে এ সভায় আরও বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি নুরুল ইসলাম সরদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, আনোয়ার হোসেন আনু, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব উল্লাহ তপন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য মনোয়ার হোসেন শোখন, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা সাগর প্রমুখ।