১৯ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:৪১, ১৮ অক্টোবর ২০২৫

দল থেকে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর মাঠে নামব: গিয়াসউদ্দিন

দল থেকে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর মাঠে নামব: গিয়াসউদ্দিন

কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেছেন, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) নির্বাচনী এলাকা নির্ধারণের আগে থেকেই এই অঞ্চলে বিএনপির সাংগঠনিক কাজ পরিচালনা করছি। তিনি দাবি করেন, সোনারগাঁও বিএনপির শক্তিশালী ঘাঁটি এবং এখানকার মানুষ দলকে অত্যন্ত সমর্থন করে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি শীতলক্ষ্যার পশ্চিম পাড়ের মানুষদের উদ্দেশ্যে এক নেতার মন্তব্যের তীব্র সমালোচনা করেন।

গিয়াস উদ্দিন বলেন, “কোন নেতা যদি বলেন শীতলক্ষ্যার পশ্চিম পাড়ের মানুষ সন্ত্রাসী, তাহলে তিনি নিজেকে ছোট করেছেন। আমাদের এলাকার মানুষ স্বাধীনভাবে এই মন্তব্যের জবাব দিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের ভোটার সংখ্যা নিয়ে হওয়া মন্তব্যও নেতাকে ছোট করেছে। গিয়াস উদ্দিন সোনারগাঁয়ের নেতাকর্মীদের আন্দোলন সংগ্রামে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “যারা কাজ করছেন, করতে থাকুন। দল থেকে প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আমি নিজে মাঠে নামব।”

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন আবুলের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ. হালিম জুয়েল, সহ-সভাপতি জি.এম. সাদরিল, মোস্তফা কামাল, রওশন আলী, সেলিম মাহমুদ, ডি.এইচ. বাবুল, অ্যাড. মাসুদুজ্জামান মন্টু, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, কামরুল হাসান শরীফ, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক ডা. মাসুদ করিম, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক মহিউদ্দিন সিকদার, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়ব হোসেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফ হোসেন, ৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইফুর রহমান বাদল, সাধারণ সম্পাদক জামান মির্জা, ১০নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস সিকদার, সাধারণ সম্পাদক জামাল প্রধান, যুবদল নেতা মাহাবুব হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি একে হিরা ও সাবেক সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন রনিসহ আরও অনেকে।

সর্বশেষ

জনপ্রিয়