১৮ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৫, ১৮ অক্টোবর ২০২৫

মাসুদুজ্জামানের পাশে মহানগর যুবদল

মাসুদুজ্জামানের পাশে মহানগর যুবদল

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী নেতা মাসুদুজ্জামান মাসুদের প্রতি সমর্থন জানিয়েছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে কিল্লারপুল এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের দাবিতে মহানগর যুবদলের উদ্যোগে আয়োজিত যুবসমাবেশে এই সমর্থন ঘোষণা করা হয়।

সমাবেশে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজলের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় বক্তারা বলেন, মাসুদুজ্জামান মাসুদ দল ও সংগঠনের জন্য নিবেদিতপ্রাণ একজন মানুষ।

সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, “মাসুদ ভাই ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। পরবর্তীতে ব্যবসা-বাণিজ্য, ক্রীড়া অঙ্গন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থেকেছেন। মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে তিনি দলের বৃহৎ অংশের আস্থা অর্জন করেছেন। এখন তিনি নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় একজন নেতা।”

তিনি আরও বলেন, “মাসুদুজ্জামান মাসুদ যুবদলের সোনালী ফসল। তিনি এই এলাকার কৃতি সন্তান। আমরা তাকে নারায়ণগঞ্জের আগামীদিনের রাজনীতিতে নেতৃত্ব হিসেবে দেখতে চাই। নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রত্যেক নেতাকর্মী আমরা তার পাশে আছি। সেটা সাংসদ হলেও আছি না হলেও আছি। ওয়াদা করছি তারেক রহমান ও দল যাকে নমিনেশন দিবেন মাসুদ ভাইকে সাথে নিয়ে তার পাশে আছি।”

কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি গোলাম মোস্তাফা সাগর বলেন, “৩১ দফার আলোকে আয়োজিত এই যুবসমাবেশের মূল আকর্ষণ মাসুদুজ্জামান মাসুদ। মহানগর যুবদল সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। যদি কোনো অঘটন না ঘটে, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে—সেই নির্বাচনে আমরা মাসুদ ভাইয়ের পক্ষে রয়েছি।”

তিনি আরও যোগ করেন, “মাসুদ ভাইয়ের পাওয়ার কিছু নেই, বরং এখন তার সময় দেশকে দেওয়ার। মহানগর যুবদল তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর এলাহী সোহাগ, মো. রুহুল আমিন, সাজ্জাদ হোসেন কমল, শেখ মোহাম্মদ অপু, শাকিল মিয়া, সাইফুল আলম সজিব, সদস্য রাফি উদ্দিন রিয়াদ, আশিকুর রহমান অনি, সাইফুল ইসলাম আপন প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়