১৬নং ওয়ার্ডে নাসিকের মশক নিধন অভিযান, জরিমানা

ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণের বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (৮ অক্টোবর) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৬নং ওয়ার্ডে ব্যাপক মশক নিধন অভিযান পরিচালনা করেছে।
শুক্কুরকারী মসজিদ সংলগ্ন এলাকা ও আশপাশের ডেঙ্গু হটস্পটগুলোতে অভিযান চলাকালে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া যায় এবং ১টি বাড়িকে জরিমানা করা হয়।
অভিযানের সময় ড্রেন ও নর্দমার ময়লা পরিষ্কার, মশার ওষুধ ছিটানো এবং স্থানীয়দের সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির জন্য মতবিনিময় করা হয়। স্বাস্থ্য বিভাগ, পরিচ্ছন্নতা কর্মী এবং জেলা প্রশাসনের প্রতিনিধিরা অভিযানে অংশগ্রহণ করেন। ভ্রাম্যমাণ আদালতও অভিযানকালে উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন বলেন, “ডেঙ্গু প্রতিরোধে শুধু ওষুধ ছিটানো যথেষ্ট নয়, ঘরে ঘরে উৎসস্থল খুঁজে ধ্বংস করতে হবে। জনসচেতনতা ছাড়া এই যুদ্ধে জয় সম্ভব নয়। প্রতিটি নাগরিক যদি নিজের আশপাশ পরিষ্কার রাখে, পুরো শহর নিরাপদ থাকবে।”
উল্লেখ্য, নাসিকের অভিযান ডেঙ্গুর উৎপত্তিস্থল নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির ধারাবাহিক অংশ হিসেবে নিয়মিতভাবে চালানো হবে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন, নাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাফিয়া ইসলাম এবং স্থানীয় ওয়ার্ড সচিব মাসুদ রানা।