১০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৯, ৯ অক্টোবর ২০২৫

রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারা

রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাংবাদিকের জমি দখলের পাঁয়তারা ও হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দৈনিক নয়াদিগন্ত পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি ও ভুলতা ইউনিয়নের মিঠাবো গ্রামের বাসিন্দা শফিকুল আলম ভূঁইয়া বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মামলাটি দায়ের করেন। আদালত ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা অনুযায়ী আসামিদের আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো মৌজার এসএ-৩৯৪ ও আরএস-১০৩২ নম্বর দাগসহ মোট ৭ বিঘা ৬ শতক জমির মালিক সাংবাদিক শফিকুল আলম ভূঁইয়া ও তার পরিবার। সেখানে একটি পুকুর, কবরস্থান ও মসজিদ রয়েছে। জমিটি দীর্ঘদিন ধরে তারা খাজনা পরিশোধ করে ভোগদখলে রাখছেন।

অভিযোগে বলা হয়, গত ১৯ সেপ্টেম্বর স্থানীয় আওয়ামীপন্থী সন্ত্রাসী শহীদুল আলম অঞ্জন, ছাত্রলীগ কর্মী অংকন ভূঁইয়া, যুবদলের রোমান ভূঁইয়া, সোহেল ভূঁইয়াসহ ১৫-২০ জন সশস্ত্র বাহিনী নিয়ে ওই জমিতে হামলা চালায়। তারা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালিয়ে অন্তত ১৫টি কাঠগাছ কেটে ট্রাকে করে নিয়ে যায়, যার বাজারমূল্য প্রায় ২ লাখ টাকা।

এ সময় সাংবাদিক শফিকুল আলম ও তার পরিবারকে জিম্মি করে রাখা হয় বলে অভিযোগ। তাদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সাংবাদিক শফিকুল আলম ভূঁইয়া আদালতে শহীদুল আলম অঞ্জন (৫৬), অংকন ভূঁইয়া (২৩), সজিব ভূঁইয়া (৩৮), শাহিন ভূঁইয়া (৫৫), সোহেল ভূঁইয়া (৪৪), রোমান ভূঁইয়া (৩৫), গিয়াস উদ্দিনসহ (৬৫) মোট ৮ জনকে আসামি করে পিটিশন মামলা দায়ের করেন।

এদের বিরুদ্ধে পূর্বেও হত্যা, লুটপাট ও ভাঙচুরের একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “আদালতের মামলার কপি আমরা পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়