১০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:১২, ৯ অক্টোবর ২০২৫

নারায়ণগঞ্জ-৫ আসনে গণতন্ত্র মঞ্চের প্রার্থী তরিকুল সুজন

নারায়ণগঞ্জ-৫ আসনে গণতন্ত্র মঞ্চের প্রার্থী তরিকুল সুজন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে গণতন্ত্র মঞ্চের প্রার্থী হয়েছেন গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে প্রথম দফায় ১৪০ আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম সংবাদ সম্মেলনে বলেন, “আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছি। এরই ধারাবাহিকতায় আজ প্রথম ধাপে ১৪০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করছি। বাকি আসনের তালিকা পরবর্তী সময়ে প্রকাশ করা হবে। এই তালিকায় নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজনকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবুল এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সর্বশেষ

জনপ্রিয়