আজকে আমাদের দলে অনেক শিল্পপতিই লাইন ধরেছে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, “বিগত ১৬ বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করে হামলা, মামলা, জেলজুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। সেই সময়ে কোনো শিল্পপতিকে আমরা পাইনি। আজকে আমাদের দলে অনেক শিল্পপতিই লাইন ধরেছে, যারা আগে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। মিটিং-মিছিল তো দূরের কথা, তারা দলের জন্য কোনো উপকারই করেনি। আমরা মার খেয়েছি, হত্যার মত পরিস্থিতিও স্বীকার করেছি। আমাদের অনেক ভাইকেও হারাতে হয়েছে। আমাদের বিরুদ্ধে অসহ্য মামলা দেওয়া হয়েছে। আমার সাতবার জেলে যাওয়ার অভিজ্ঞতা রয়েছে।”
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় ২১নং ওয়ার্ডের বাড়াইপাড়া এলাকায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাখাওয়াত বলেন, “আমরা কোনো অপরাধ করিনি, তারপরও আমাদের জেল খাটতে হয়েছে। কারণ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির সাথে যুক্ত। আজ কিছু মানুষ গোলা পানিতে মাছ শিকার করতে চাইছে। তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের জানিয়েছেন, তিনটি ক্যাটাগরিতে ৩০০ আসনে প্রার্থী নির্ধারণ করা হবে। প্রথমত যারা বিগত ১৫ বছর দলের সাথে ছিল, মিটিং-মিছিল করেছে, মামলাসহ জেল খেটেছে। দ্বিতীয়ত জনসম্পৃক্ততা থাকতে হবে, জনগণের ভালোবাসা ও বিপদ-আপদে পাশে থাকতে হবে। তৃতীয়ত চরিত্র স্বচ্ছ হতে হবে, কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, দখলবাজ বা নারী কেলেঙ্কারিতে যুক্ত থাকলে তাদের নমিনেশন দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, “আমরা কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। আমাদের পূর্ণ আস্থা রয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি। আমরা দলের সাথে কাজ করেছি, নেতাকর্মীদের সাথে ছিলাম এবং ভবিষ্যতেও দল বিপদে পড়লে পাশে থাকবো। তবে ব্যবসায়ীরা তখন খুঁজে পাওয়া যাবে না। আমরা তখন দল ও নেতাকর্মীদের পাশে থাকবো।”
মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জয়নাল প্রধানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন, বন্দর থানা বিএনপির শাহেনশাহ আহমেদ ও সাধারণ সম্পাদক নাজমুল হক রানা।
আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোশারফ হোসেন মশু, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মিনহাজ মিঠু, মহানগর ২১নং ওয়ার্ড বিএনপির সিনিয়র বাসেদ মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন মনাক্কা, সাংগঠনিক সম্পাদক শিপলু মিয়াজী প্রমুখ।