১০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২২:০১, ৯ অক্টোবর ২০২৫

প্রাইম বাবুলের মিছিল থেকে শিক্ষার্থীর উপর হামলার “ক্ষমা প্রার্থনা

প্রাইম বাবুলের মিছিল থেকে শিক্ষার্থীর উপর হামলার “ক্ষমা প্রার্থনা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল ওরফে প্রাইম বাবুলের প্রচারণামূলক মিছিল থেকে শহরের যানজট নিরসন কর্মীদের উপর হামলা চালানোর ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন তার ভাই জহির আহমেদ সোহেল।

তিনি তাদের দলের কর্মী দুলালের পক্ষে শিক্ষার্থীদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, “আশা করি এ রকম অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে সেদিকো সতর্ক থাকবো।”

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের ডেকে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

এর আগে বুধবার বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে চার আসনের একটি ব্যাটারিচালিত অটোরিকশা শহরে ঢুকলে সেটি আটকায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অধীনে যানজট নিরসনে দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা। ওই সময় আবু জাফর বাবুলের পক্ষে একটি মিছিল যাচ্ছিলো। ওই মিছিল থেকে বিএনপির এক কর্মী ইজিবাইক চালকের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের উপর চড়াও হন। পরে আরও কয়েকজন জড়ো হয়ে হামলা চালান বলে অভিযোগ করেন যানজট নিরসনে দায়িত্ব পালন করা শিক্ষার্থীরা।

ওই বিএনপি কর্মীর নাম দুলাল বলে সাংবাদিকদের জানিয়েছেন আবু জাফর বাবুলের ভাই জহির আহমেদ সোহেল। যদিও এ ঘটনার সঙ্গে তাদের দলীয় কর্মসূচির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন।

সোহেল বলেন, “কালকে আমাদের একটি পথসভা ছিল। রাষ্ট্রনায়ক তারেক রহমানের ৩১ দফা জনগণের মাঝে পৌছে দিতে আমরা একটা ব়্যালি করি। ব়্যালি চলাকালীন মহল্লার ছোটভাই দুলালের সাথে যে ঘটনাটা ঘটছে সেটিকে অন্যদিকে প্রবাহিত করা হয়েছে।”

ঘটনার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, “একজন অটোওয়ালার (ইজিবাইক চালক) সাথে শিক্ষার্থী ভাইদের সাথে ঝামেলা হইসে। অটোওয়ালার মোবাইল ও সিট শিক্ষার্থী ভাই নিয়ে যাবার কারণে। যাহোক ওরা (শিক্ষার্থী) অনেক পরিশ্রম ও কষ্ট করে, যানজট নিরসনে কাজ করে। আমরাও ওদেরকে সাহায্য সহযোগিতা করি। যেহেতু আমাদের পঞ্চায়েতের ঠিক অপজিটে। ঘটনাটা কিছু কিছু প্রিন্ট মিডিয়া ও অনলাইন অন্যদিকে প্রবাহিত করেছে। কিন্তু দুলালের পক্ষ থেকে আমি শিক্ষার্থী ভাইদের কাছে ক্ষমাপ্রার্থী। কিন্তু এ ঘটনার সাথে পথসভার কোনো সম্পর্ক ছিল না। আশা করি এ রকম অপ্রীতিকর ঘটনা যেন আর না ঘটে সেদিকো সতর্ক থাকবো।”

এদিকে শহরে যানজট সমস্যা খুবই তীব্র হয়ে দাঁড়িয়েছে। প্রশাসন তা সামাল দিতে না পারায় বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহযোগিতায় যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। কিন্তু গত কয়েকমাসে দুই দফায় শিক্ষার্থী ও যানজট নিরসন কর্মীদের উপর হামলা চালিয়েছে ইজিবাইক চালকরা। এরপর বুধবার ইজিবাইক চালকের পক্ষ নিয়ে বিএনপির মিছিল থেকে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।

ভিডিওতে দেখা যায়, প্রাইম বাবুলের অনুসারী বিএনপি কর্মী দুলাল যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থীদের উপর চড়াও হতে এবং তাদের ধাক্কা দিতে দেখা যায়। এ ঘটনার ভিডিও করতে গেলে আরো ক্ষেপে যান সাথে থাকা অন্যরা এবং তখন শিক্ষার্থীদের তারা মারধর করেন।

সর্বশেষ

জনপ্রিয়