১০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৫, ৯ অক্টোবর ২০২৫

আপডেট: ২১:৫৫, ৯ অক্টোবর ২০২৫

বন্দরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

বন্দরে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ১০

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দোয়েল পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী-শিশুসহ ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে বন্দর উপজেলার মালিবাগ জাঙ্গাল এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, সোনারগাঁ থেকে ঢাকাগামী দোয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস বন্দর জাঙ্গাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় গাড়িটির অর্ধেক অংশ পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠায়। পরে খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী বলেন, “আমাদের ডুবুরি দল তল্লাশি চালিয়েছিল। এখন পর্যন্ত কেউ নিহত নেই। ইতোমধ্যে একটি রেকার এসেছে। আরও একটি রেকার আনা হচ্ছে। বাসটি উঠানো হলে ভেতরে কেউ আটকা পড়েছিল কিনা সেটা জানা যাবে।”

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, “এ ঘটনায় ৮ থেকে ১০ জন আহত আছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের অভিযান এখানো চলছে।”

সর্বশেষ

জনপ্রিয়