সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের মশক নিধন অভিযান

ডেঙ্গু প্রতিরোধে সিদ্ধিরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মশক নিধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডের মিজমিজি তালতলা গাজী ভবন এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় এলাকার বিভিন্ন সড়কে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো হয় এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হতে উদ্বুদ্ধ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকারের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু।
প্রধান অতিথির বক্তব্যে মমিনুর রহমান বাবু বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে একক প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রত্যেকে যদি নিজের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখে, তাহলেই ডেঙ্গুর বিস্তার রোধ সম্ভব। আমি নিরাপদ থাকলে আমার চারপাশও নিরাপদ থাকবে।”
এসময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. মিজানুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী মনির হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আহম্মেদ হুমায়ুন কবির, এ এম কর্নেল, সদস্য সোহাগ মিয়া, শহিদুল ইসলাম প্রিন্স, ইঞ্জিনিয়ার রাসেল, জাহিদুল ইসলাম রনি, ইব্রাহিম, নাসিক ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মো. আলী হোসেন, সাধারণ সম্পাদক প্রার্থী জুবায়ের ও শাকিল হোসেনসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।