১০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০৯:৪৯, ৯ অক্টোবর ২০২৫

৫ দফা দাবিতে নাসিকভবন ঘেরাও

৫ দফা দাবিতে নাসিকভবন ঘেরাও

নারায়ণগঞ্জে পাঁচ দফা দাবিতে নগরভবন ঘেরাও ও স্মারকলিপি প্রদান করেছে নাগরিক সংগঠন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ। বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করে পাঁচ দফা দাবি উপস্থাপন করেন।

দাবিসমূহ হলো- জনভোগান্তিমুক্ত পরিকল্পিত উন্নয়ন, নারায়ণগঞ্জে মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন, ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, বিশুদ্ধ পানি সরবরাহ না হওয়া পর্যন্ত পানি কর প্রত্যাহার, গলাচিপা-জামতলা-মাসদাইর ও গুদারাঘাট এলাকার জলাবদ্ধতা নিরসন।

সভাপতি মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, “আমরা চাই জনভোগান্তিবিহীন উন্নয়ন। ঠিকাদারদের ধীরগতির কারণে দুই মাসের কাজ ছয় মাসেও শেষ হচ্ছে না। ফুটপাত দিয়ে হাঁটা যায় না। উন্নয়নকাজ চলবে, তবে তা যেন মাসের পর মাস ভোগান্তির কারণ না হয়।”

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ এক রাস্তার শহর। এখানে যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য মেট্রোরেল বা আন্ডারগ্রাউন্ড রেলই সময়ের দাবি।”

ডেঙ্গু প্রসঙ্গে খোরশেদ বলেন, “বর্তমান ডেঙ্গু প্রকোপ নিয়ে গবেষণা জরুরি। মশার উপস্থিতি কমলেও আক্রান্তের সংখ্যা বাড়ছে- এতে অন্য কোনো ভাইরাস সক্রিয় কিনা, তা পরীক্ষা করা উচিত।”

তিনি অভিযোগ করেন, “দুই বছর ধরে আমরা ময়লা পানি খাচ্ছি। যতদিন বিশুদ্ধ পানি সরবরাহ না হবে, ততদিন পানির বিল বন্ধ রাখতে হবে।”

জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, “আগে বৃষ্টি হলে পানি নেমে যেত, এখন তা স্থায়ী হয়ে গেছে। ভরাট খালগুলো পুনরুদ্ধার করে শীতলক্ষ্যায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও যোগ করেন, “আমরা একটি বাসযোগ্য নগরী চাই। ১৫ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে আমরা আমরণ অনশন করব।”

মানববন্ধন শেষে ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জের পক্ষ থেকে সিটি করপোরেশনের প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহর কাছে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণের সময় প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়