১০ অক্টোবর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ০৯:৪১, ৯ অক্টোবর ২০২৫

টাইফয়েড টিকা ১২ অক্টোবর, নাসিকে লক্ষ্যমাত্রা ২ লাখ শিশু

টাইফয়েড টিকা ১২ অক্টোবর, নাসিকে লক্ষ্যমাত্রা ২ লাখ শিশু

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) সংবাদকর্মীদের অংশগ্রহণে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন’ বিষয়ক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টায় নাসিক স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

মেডিকেল অফিসার নাফিয়া ইসলামের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিকের সচিব  মো. নূর কুতুবুল আলম।

সভায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের গুরুত্ব তুলে ধরে ডা. নাফিয়া বলেন, দেশে প্রতিবছর প্রায় ৫ লক্ষ মানুষ টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়। তার মাঝে প্রায় ৮ হাজার জন মৃত্যুবরণ করে যার অধিকাংশই ১৫ বছরের কম বয়সি শিশু। গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ (এইউ) ২০২১ সালের সমীক্ষা অনুযায়ী, বাংলাদেশে ৪ লাখ৭৭ হাজার ৫১৮ জন টাইফয়েড রোগী ছিলো বলে ধারণা করা হয় অর্থাৎ প্রতি লাখ জনগোষ্ঠীর মধ্যে ২৯০ জন রোগী টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিল, যার মধ্যে ৬১ শতাংশ ছিল ১৫ বছরের কম বয়সী শিশু। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বাংলাদেশে আঞ্চলিকভাবে এবং বৈশ্বিকভাবে ঔষধ-প্রতিরোধী টাইফয়েডে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বিশ্বে টাইফয়েডে আক্রান্তের হার বাংলাদেশে সবচেয়ে বেশি।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার সারাদেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে। টিকাদান ক্যাম্পেইনে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেনী পর্যন্ত ১২ অক্টোবর থেকে পরবর্তী ১০ কার্যদিবস নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের ২ নভেম্বর থেকে পরবর্তী ৮ কার্যদিবস সিটি কর্পোরেশনের তিনটি জোনের স্থায়ী কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে।

এ কার্যক্রমের আওতায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকার ২ লাখ ১৪ হাজার ২১৭ জন শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে বলে জানান মেডিকেল অফিসার নাফিয়া ইসলাম। জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন ছাড়াও টিকা দেওয়া যাবে বলে জানান তিনি।

সচিব নূর কুতুবুল আলম বলেন, “আমারা চাচ্ছি বেশি সংখ্যক মানুষ আসুক এবং এই টিকা কার্যকরিতা দীর্ঘ মেয়াদী। ভালো কাজের সময় একটু দুষ্টুমি করে অনেকে, টিকাদান কার্যক্রমে ব্যাঘাত ঘটায়। ফলে টিকাদানের দিন পর্যন্ত পরিবর্তন করতে হয়। আমাদের নিকট অতীতে এমন অভিজ্ঞতা রয়েছে। গণমাধ্যমকর্মীরা যখন বলবেন তখন বিষয়টা মানুষের কাছে পরিষ্কার হবে এবং একটা বিশ্বাসযোগ্যতা সৃষ্টি হবে।”

সর্বশেষ

জনপ্রিয়