২১ আগস্ট এটিএম কামালের আমরণ অনশন কর্মসূচির ১৭তম বর্ষপূর্তি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং দলের তৎকালীন প্রথম যুগ্ম মহাসচিব তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর সুচিকিৎসার দাবিতে এটিএম কামালের আমরণ অনশন কর্মসূচির ১৭তম বর্ষপূর্তি বৃহস্পতিবার (২১ আগস্ট)।
২০০৮ সালের ২১ আগস্ট নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির প্রধান কার্যালয়ে আমরণ অনশন শুরু করেছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামালসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ১০ জন নেতা-কর্মী। সে সময় মঈনুদ্দীন-ফখরুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকারের আমলে কারারুদ্ধ ছিলেন বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকো। তাদের মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে শুরু হয় এ কর্মসূচি।
টানা ১২ দিন অনশন কর্মসূচি পালন করে আলোচনার ঝড় তোলেন এটিএম কামাল। শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি অনশন চালিয়ে যান। অবশেষে ১ সেপ্টেম্বর স্থানীয় আলেম-ওলামা, বিএনপি নেতৃবৃন্দ, চারদলীয় জোট এবং সাংবাদিকদের অনুরোধে নিজের মা, প্রবীণ মহিলা দল নেত্রী শাহানা খানম চৌধুরীর হাতে ফলের রস পান করে তিনি অনশন স্থগিত ঘোষণা করেন।
এই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে অনশনে অংশ নেন তৎকালীন জাসাসের জেলা সাংগঠনিক সম্পাদক চৌধুরী মোহাম্মদ স্বপন, কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য ও জেলা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সভাপতি নজরুল ইসলাম, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক চৌধুরী দীপু, ছাত্রদল নেতা দিদার খন্দকার, আমির হোসেন কামাল, কামরুজ্জামান, হাফেজ মামুন, হাফেজ শিবলী এবং মহিলা দল নেত্রী ডলি আহমেদ।
অনশন স্থগিতের অল্প সময় পরেই ৩ সেপ্টেম্বর তারেক রহমান ও ১১ সেপ্টেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেনা-সমর্থিত সরকারের কারাগার থেকে মুক্তি পান।
কর্মসূচি পরিচালনায় সমন্বয়কের দায়িত্ব পালন করেছিলেন জেলা বিএনপি নেতা প্রয়াত আলহাজ্ব জান্নাতুল ফেরদৌস এবং মহানগর যুবদলের আহ্বায়ক, সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ।