সোনারগাঁয়ে পাওনা টাকা নিয়ে মারামারি, আহত ১০
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের সাথে মারামারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শান্তিরবাজার গুদারাঘাট ও মসলেন্দিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পাওনাদার ডালিমের চাচাতো ভাই আহত আব্দুল হাই সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন- নুর মোহাম্মদ, হাবিবুর রহমান হাবু, শফিকুল ইসলাম, ফালাইন্না, আশিক, সুমন মিয়া, মোরছালিন, সৈকত মিয়া ও রিপন মিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় চার মাস আগে উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া গ্রামের ডালিম মিয়া একই গ্রামের নুর মোহাম্মদকে পিকআপ কেনার জন্য ১ লাখ ২০ হাজার টাকা ধার দেন। কিন্তু টাকা নেওয়ার পর নুর মোহাম্মদ যোগাযোগ বন্ধ করে দেন। মঙ্গলবার সকালে শান্তিরবাজার এলাকায় তাদের দেখা হলে টাকা চাওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে ধস্তাধস্তির পর নুর মোহাম্মদ ডালিমকে ধাওয়া করে একটি গ্যারেজে আটকে রাখেন এবং তার লোকজন নিয়ে হামলা চালান।
পরে দ্বিতীয় দফায় নুর মোহাম্মদের নেতৃত্বে অভিযুক্তরা ডালিমের বাড়িতে হামলা চালায়। এসময় বাড়িতে থাকা শালিম, আব্দুল হাই, ওয়াসকুরুনী, রিনা বেগম ও জয়নাল আবেদিনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। প্রতিরোধ করতে গেলে ডালিমের সহযোগীরাও আহত হন।
ডালিম মিয়া অভিযোগ করে বলেন, “পাওনা টাকা চাইতেই আমাকে ধাওয়া করে গ্যারেজে আটকে রেখে মারধর করা হয়েছে। এরপর আমাদের বাড়িতে হামলা ও ভাঙচুর চালানো হয়।”
অন্যদিকে অভিযুক্ত নুর মোহাম্মদ দাবি করেন, “তর্কবিতর্কের জেরে উল্টো আমাদের লোকজনের ওপর হামলা চালানো হয়েছে। আমার তিনজন লোক আহত হয়েছেন। হামলা ও লুটপাটের ঘটনায় আমরা জড়িত নই। বরং আমাদের লোকজনকে মারধরের ঘটনায় আমি থানায় অভিযোগ দেব।”
এ বিষয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাশেদুল হাসান খান বলেন, “সংঘর্ষ ও ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বড় কোনো ঘটনা ঘটেনি। অভিযোগ করার জন্য বলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।”





































