২৫ বছর পর বন্ধুদের মিলনমেলা : হাসি-খুনসুটিতে ভরে উঠল দিন
চোখের চাহনিতে এক মুহূর্তের জন্য হয়তো চিনতে পারা যায়নি। তবে পরক্ষণেই যেন সময়ের ঘড়ি পেছনে ফিরে গেল। একে একে ভেসে উঠল স্কুল জীবনের দুষ্টুমি, ক্লাসে শিক্ষকদের শাসন, চায়ের আড্ডা আর হাসি-ঠাট্টার অবিরাম স্মৃতি। একে অপরকে দেখে হাত মেলানো, আলিঙ্গণ, একটু খুনসুটি- সব মিলিয়ে মুহূর্তেই ২৫ বছরের ব্যবধান ঘুচে গেল।
২৫ বছর পর আবারও একত্রিত হলেন নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীরা। শনিবার (১৬ আগস্ট) এনায়েতনগরের ইউনাইটেড ক্লাবে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে প্রায় ৭৫ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।
দিনব্যাপী মিলনমেলা রূপ নেয় হাসি-আনন্দের উৎসবে। আড্ডা, স্মৃতিচারণ, গান, কবিতা আবৃত্তি, খেলাধুলা, র্যাফেল ড্র, কেক কাটা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজন ছিল দিনব্যাপী অনুষ্ঠানে।
অনুষ্ঠানের মূল উদ্যোক্তা ছিলেন সাংবাদিক মেহেদী মঞ্জুর বকুল। তাকে সহযোগিতা করেন নুর ইসলামসহ ব্যাচের আরও অনেকে। এডভোকেট কাজি মামুনুর রশিদ, নিশার আহমেদ, রফিকুল ইসলাম মুন্না, নাসিম আহমেদ, কাউসার, শাহিনউল্লাহ, মাহবুব, রুবেল, সাবিকুন নাহার তানিয়া, রওশন জাহান নিতু ও ঝর্ণা প্রমুখ অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।
প্রাক্তন শিক্ষক দিলিপ কুমার মন্ডল আবেগঘন কণ্ঠে বলেন, “আজকের এই আয়োজনে যেন আবারও স্কুল জীবনে ফিরে গেলাম। আশা করি এই বন্ধন আগামীতেও অটুট থাকবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেদী মঞ্জুর বকুল। সমাপনী বক্তব্যে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামী ৪ অক্টোবর বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তীতে উপস্থিত হওয়ার জন্য প্রাক্তন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানান।
বন্ধুত্ব, স্মৃতি আর ভালোবাসায় ভরা এই মিলনমেলা প্রাক্তন শিক্ষার্থীদের জীবনে হয়ে উঠল অমূল্য স্মৃতির ভাণ্ডার।





































