২০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:০৯, ১৮ আগস্ট ২০২৫

আপডেট: ২০:০৮, ১৮ আগস্ট ২০২৫

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ 

ফতুল্লায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ 

বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করছেন নারায়ণগঞ্জের ফতুল্লার হরিহরপাড়ার আরবি নিটওয়্যারের শ্রমিকরা। 

সোমবার (১৮ আগস্ট) সকালে তারা ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হন।

শ্রমিকরা বলেন, প্রায় ৫ শতাধিক শ্রমিকের ১ মাসের বেতন পরিশোধ না করে মিথ্যা অভিযোগে কয়েকজন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। প্রতিবাদে তারা সকালে কারখানার সামনে জড়ো হন। কিছুক্ষন প্রতিষ্ঠানের সামনে অবস্থানের পর শতাধিক শ্রমিক অবস্থান নেন ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি লোহা মার্কেটের সামনে। সেখানে অবস্থানের পর সেনা সদস্যদের অনুরোধে তারা স্থান ত্যাগ করে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন বলে জানান আন্দোলনরত শ্রমিকরা। 

প্রতিষ্ঠানটির শ্রমিকদের দাবি, তারা বিগত সময়ে বেতন সময়মতো পাননি। প্রতি মাসের বেতন একাধিকবার ভেঙ্গে ভেঙ্গে কিস্তিতে দেওয়া হতো। এছাড়াও গত মাসের বেতন এবং ছুটির ভাতা তাদের এখনো পরিশোধ করা হয়নি।

এদিকে প্রায় চার ঘণ্টা আরবি নিটওয়্যারের মালিক পক্ষ ও জেলা প্রশাসকের সাথে এ বিষয়ে আলোচনা হয়।

আলোচনা শেষে আরবি নিটওয়্যারের এইচ আর ম্যানেজার মো. ফারুক হোসেন (৪৮) বলেন, “শ্রমিকদের বেতন পরিশোধ না করা ও মিথ্যা অভিযোগে শ্রমিক ছাঁটাই করার তথ্যটি ভুল। আমরা প্রতিমাসের বেতন প্রতিমাসেই পরিশোধ করে দেই। আমাদের প্রতিষ্ঠানে এমন কোনো রেকর্ড নেই। তবে কিছু হেল্পার তিন হাজার টাকা বকেয়া বেতন পাবে, তা আজকে পরিশোধ করা হবে। আগামী মাসের দশ তারিখের মধ্যে শ্রমিকদের ছুটির ভাতা পরিশোধ করে দেওয়া হবে।”

তিনি আরও জানান, বিশৃঙ্খলা সৃষ্টির কারণে প্রতিষ্ঠানের ৬৬ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হবে। তবে তা হবে প্রশাসনের তদন্তের মাধ্যমে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তারা প্রতিষ্ঠানে কোনো প্রকার কাজ করতে পারবে না।

সর্বশেষ

জনপ্রিয়