২০ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫৭, ১৯ আগস্ট ২০২৫

বন্দরে অবৈধ মেলা বন্ধ করলেন ইউএনও

বন্দরে অবৈধ মেলা বন্ধ করলেন ইউএনও

নারায়ণগঞ্জের বন্দরে বিভিন্ন স্থানে অবৈধ মেলার বিস্তার ঘটেছে। প্রশাসনের অনুমোদন ছাড়াই একটি প্রভাবশালী সিন্ডিকেট এসব মেলা বসিয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। এ ধারাবাহিকতায় সোমবার (১৮ আগস্ট) কলাগাছিয়া ইউনিয়নের কান্দিপাড়া এলাকায় অবৈধভাবে মেলা বসানোর চেষ্টা হয়। খবর পেয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থলে গিয়ে মেলাটি পন্ড করে দেন।

এসময় তার সঙ্গে ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামান মিয়া, ৪নং ওয়ার্ড মেম্বার মাহবুব হোসেন এবং গ্রাম পুলিশ বাহিনী।

স্থানীয়রা জানান, প্রশাসনের অনুমতি ছাড়াই একটি সিন্ডিকেট ওই এলাকায় অবৈধ মেলার নামে জুয়ার আসর, নাচ-গান ও অশালীন কার্যক্রম চালু করার অপচেষ্টা চালাচ্ছিল। তাদের দাবি, অনুমোদন ছাড়া এসব মেলা শুধু সামাজিক অস্থিরতাই সৃষ্টি করছে না, তরুণ প্রজন্মকেও বিপথে ঠেলে দিচ্ছে। তাই এ ধরনের অবৈধ কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, “জনস্বার্থবিরোধী ও অনুমোদনবিহীন কোনো মেলা চলতে দেওয়া হবে না। প্রশাসনের অনুমতি ছাড়া এমন আয়োজন করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ

জনপ্রিয়