খানপুর হাসপাতালে ১৫ তলা ভবনের ৪ তলা পর্যন্ত প্রাথমিক কার্যক্রম শুরু
নারায়ণগঞ্জের খানপুরে নির্মাণাধীন ১৫ তলা ভবনের ৪ তলা পর্যন্ত প্রাথমিক কার্যক্রম শুরু করেছে ৩০০ শয্যা হাসপাতাল কর্তৃপক্ষ। রবিবার (১৭ আগস্ট) সকালে বহির্বিভাগের সেবা নিতে আসা রোগীদের জন্য ভবনটি উন্মুক্ত করা হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক স্বাস্থ্য) ডা. মো. আবুল বাসার জানান, পুরনো ভবনের টিকিট কাউন্টারে অতিরিক্ত ভিড়ে রোগী ও স্বজনদের ভোগান্তি হতো। সেবা গ্রহীতাদের স্বস্তির কথা ভেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক অনুমোদন নিয়ে গণপূর্ত বিভাগের মাধ্যমে বহির্বিভাগকে নতুন ভবনের ৪ তলা পর্যন্ত স্থানান্তর করা হয়েছে। ধাপে ধাপে অন্যান্য বিভাগও সেখানে স্থানান্তর করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ২০১৭ সালের ২১ মার্চ একনেক বৈঠকে ৩০০ শয্যা হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত হয়। পরবর্তীতে ২০১৮ সালের জুনে নতুন ১৫ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়, যার জন্য ১৩০ কোটি টাকা বরাদ্দ অনুমোদন করে সরকার। দুই বছরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় প্রকল্পের মেয়াদ একাধিকবার বাড়াতে হয়। বর্তমানে ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে, কিছু অসম্পূর্ণ কাজও দ্রুত শেষ হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।





































