১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৭:৫২, ১৪ আগস্ট ২০২৫

বার নির্বাচন: বিএনপি সমর্থিত হুমায়ুন-আনোয়ার প্যানেলের প্রচারণা

বার নির্বাচন: বিএনপি সমর্থিত হুমায়ুন-আনোয়ার প্যানেলের প্রচারণা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত হুমায়ুন-আনোয়ার প্যানেল নির্বাচনী প্রচারণা করেছে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতির বার ভবনের সামনে থেকে শুরু করে আদালত প্রাঙ্গণে প্রচারণা চালানো হয়।

প্যানেলের পক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “আমরা গণতন্ত্রের বিকাশ ঘটাতে চাই। এবার সমিতির নির্বাচন সর্বজনীন হবে। আমাদের বিপক্ষে যারা দাঁড়িয়েছে তাদেরও সহযোগিতা করবো, যেন সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমে বার কলঙ্কমুক্ত হয়। গত ১৫ বছর আইনজীবীদের ভোটের ক্ষেত্রে যে বৈষম্য, হুমকি ও নির্যাতনের ভয় ছিল, সেখান থেকে মুক্ত রাখতে চাই।”

তিনি আরও বলেন, “এখানে যারা আইনজীবী আছেন, সবাই একত্রে সুন্দর পরিবেশে কাজ করবো। আমাদের বিপক্ষ মত থাকবে, সেই মতকে লালন করবো এবং বিরোধী মতের সঙ্গেও একত্রে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবো।”

এসময় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু ইউসুফ খান টিপু, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন ও সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর।

প্যানেলে রয়েছেন—সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ. এম. আনোয়ার প্রধান, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট কাজী আ. গাফ্ফার, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক মাইন উদ্দিন রেজা, লাইব্রেরি সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক মামুন মাহমুদ, সদস্য আনিসুর রহমান, ফাতেমা আক্তার সুইটি, তেহসিন হাসান দিপু, দেওয়ান আশরাফুল ইসলাম ও আবু রায়হান।

সর্বশেষ

জনপ্রিয়