১৪ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:৫১, ১৪ আগস্ট ২০২৫

শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য হতে দেওয়া হবে না: জাকির খান

শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য হতে দেওয়া হবে না: জাকির খান

নারায়ণগঞ্জের দেওভোগ ভুঁইয়ারবাগ এলাকায় বিদ্যানিকেতন হাই স্কুল পরিদর্শন করেছেন সাবেক ছাত্র নেতা জাকির খান। এসময় তিনি বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি হতে দেওয়া হবে না। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি থেকে বিরত থাকতে হবে।”

তিনি আরও বলেন, “ভুঁইয়ারবাগ এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ছিল আমার। বিদ্যানিকেতন সেই স্বপ্ন পূরণ করেছে এবং দেওভোগে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে। আমি ও আমার পরিবার সবসময় এই স্কুলের উন্নয়নে পাশে থাকব।”

অনুষ্ঠানে বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, ট্রাস্টের সদস্য ও সাবেক পিপি এডভোকেট নবী হোসেন, মোয়াজ্জেম হোসেন সোহেল, হোসেন ব্যপারী, অতিরিক্ত পিপি এডভোকেট রাজীব মন্ডল এবং জাকির খানের মেয়ে ইহন খান উপস্থিত ছিলেন।

পরে জাকির খান স্কুলের পাঠাগার, বিজ্ঞানাগার ও স্মার্ট ক্লাসরুম পরিদর্শন করেন।

সর্বশেষ

জনপ্রিয়