সোনারগাঁয়ের সাবেক চেয়ারম্যান লায়ন বাবুল গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাহাবুবুর রহমান বাবুল ওরফে লায়ন বাবুলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১৩ আগস্ট) রাতে রাজধানীর বনশ্রী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে ঢাকার যাত্রাবাড়ি থানায় এবং নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার যাত্রাবাড়ি থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। পরবর্তীতে তাকে নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
লায়ন বাবুল আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।