১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:২৪, ১২ আগস্ট ২০২৫

জলবায়ুগত ক্ষতি মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার আহ্বান 

জলবায়ুগত ক্ষতি মোকাবেলায় অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনার আহ্বান 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ‘অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু সহনশীল নগর সেবার জন্য জনগণের অভিযোজন পরিকল্পনা বাস্তবায়ন’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে নগরভবনের সম্মেলন কক্ষে এই আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। পরিকল্পনা উপস্থাপন করেন সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন যুক্তরাজ্যভিত্তিক উন্নয়ন সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক এএইচএম রাসেদ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আসাদুজ্জামান সরদার, আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমাহুন কবিরসহ শিক্ষক, সাংবাদিক ও দাতব্য সংস্থার প্রতিনিধিরা।

প্র্যাকটিক্যাল অ্যাকশনের কান্ট্রি ডিরেক্টর ইশরাত শবনম বলেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘব ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য প্রকৃতিভিত্তিক পরিকল্পনা নিতে হবে। এটি নগরের দরিদ্র সম্প্রদায়ের জন্য ন্যায্য ও টেকসই উন্নয়ন নিশ্চিত করবে।

প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, নগরীতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় সচেতনতার অভাব অন্যতম বড় চ্যালেঞ্জ। পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।

নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম জানান, পরিকল্পনাহীন অবকাঠামো উন্নয়ন ও সবুজায়নের অভাবে তাপমাত্রা বেড়ে জনজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। শহরে গাছ লাগানোর জায়গা কমে যাওয়া উদ্বেগজনক।

আলোচনায় শীতলক্ষ্যা নদী ও জলাধার সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, সুপেয় পানির সংকট, জলাবদ্ধতা, যানজট ও হকার সমস্যা সমাধানের উপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা উন্নয়ন কার্যক্রমের আগে পরিবেশগত সমীক্ষা ও প্রভাব মূল্যায়নের পরামর্শ দেন।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়, এশিয়ান উন্নয়ন ব্যাংকের সহায়তায় ‘নারায়ণগঞ্জ গ্রিন অ্যান্ড রেসিলিয়েন্ট আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট’ প্রণয়ন করা হয়েছে। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়ন ও গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের কারিগরি সহায়তায় প্র্যাকটিক্যাল অ্যাকশন ইন বাংলাদেশ এর মাধ্যমে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর অবকাঠামো সেবা উন্নয়নে কাজ চলছে।

সর্বশেষ

জনপ্রিয়