আন্তর্জাতিক যুব দিবস উদযাপন: সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সনদপত্র প্রদান, যুব ঋণের চেক বিতরণ, আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক হাসিনা মমতাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অনুষ্ঠানে ৫ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা শিরিন এবং জেলা মৎস্য কর্মকর্তা ড. ফজলুল কাবীর। এছাড়া জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মানুষ তার স্বপ্নের চেয়ে বড়, কিন্তু সেই স্বপ্ন দেখতে হবে এবং তা বাস্তবায়নে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। জীবনের গুরুত্বপূর্ণ সময় হলো এখন, এই সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলেই সফলতা অর্জন সম্ভব।”
তিনি নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার আহ্বান জানিয়ে বলেন, ‘‘একজন নগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বের সম্পূর্ণ বহিঃপ্রকাশ ঘটাতে হবে। আমাদের দায়িত্বের জায়গা থেকে যদি অনুধাবন না করি, তাহলে আমারা যে সমাজ প্রত্যাশা করি সে সমাজ গঠন সম্ভব হবে না।’’