১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৩, ১২ আগস্ট ২০২৫

আপডেট: ২১:৩৫, ১২ আগস্ট ২০২৫

আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নেতৃত্বে হুমায়ূন-আনোয়ার

আইনজীবী সমিতি নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের নেতৃত্বে হুমায়ূন-আনোয়ার

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৫-২০২৬ সালের জন্য বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ বার ভবনে সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে জয়ী দুই প্রার্থীর নাম ঘোষণা করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।

ঘোষিত প্রার্থীরা হলেন বর্তমান জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ূন কবির ও সাধারণ সম্পাদক এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান।

অভ্যন্তরীণ নির্বাচনে সভাপতি পদে এডভোকেট সরকার হুমায়ূন কবির ১২৫ ভোট লাভ করেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জাকির হোসেন পেয়েছেন ১২৩ ভোট। সাধারণ সম্পাদক পদে এডভোকেট এইচ এম আনোয়ার প্রধান পেয়েছেন ২২৪ ভোট, বিপরীতে প্রতিদ্বন্দ্বী এডভোকেট রফিক আহমেদ পেয়েছেন ৩৮ ভোট।

সভায় জানানো হয়, সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী লড়াই করেছেন। মোট ৪০৯ জন ভোটার থাকলেও ভোটার উপস্থিতি ছিল ২৯৭ জন।

অন্য পদসমূহের প্রার্থীদের নাম আগামী ১৩ আগস্ট নির্বাচনী পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা অনুষ্ঠানে প্রকাশ করা হবে।
 

সর্বশেষ

জনপ্রিয়