১৩ আগস্ট ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ২১:২৯, ১২ আগস্ট ২০২৫

বন্দরে ডাকাতির লুট হওয়া সাড়ে ৪ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

বন্দরে ডাকাতির লুট হওয়া সাড়ে ৪ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

নারায়ণগঞ্জের বন্দরে পরিত্যক্ত একটি গোডাউন থেকে লুট হওয়া সাড়ে চার টন রড উদ্ধার এবং তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বন্দর উপজেলার ধামগড় মনারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তাররা হলেন ফারুক (৩২), লিয়াকত হোসেন ওরফে সলিমুল্লাহ (৪০) এবং গোডাউন ম্যানেজার সাদ্দাম (২৪)। এ বিষয়ে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্রাকচালক সজিব জানান, গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেট্রো ট ২৪-২০৬৪ নম্বরের রড ভর্তি একটি ট্রাক নিয়ে এসিআই কোম্পানিতে যাওয়ার পথে চৌরাপাড়া মোড়ে তিনটি মোটরসাইকেলযোগে একটি অজ্ঞাত ডাকাতদল তাকে দেশীয় অস্ত্রের মুখে বেদম মারধর করে ট্রাক ছিনিয়ে নেয়।

ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ জানায়, ডাকাতি হওয়ার সঙ্গে সঙ্গে ট্রাকচালক সজিব বিষয়টি জানালে, জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে কাঁচপুর এলাকা থেকে খালি ট্রাক উদ্ধার করা হয়। পরে মনারবাড়ির একটি পরিত্যক্ত চুনা কারখানা থেকে ডাকাতির মালামাল আংশিক উদ্ধার করা হয়।

ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন জানান, মঙ্গলবার ভোরে জাঙ্গাল এলাকায় অবস্থিত বিএসআরএম গোডাউন থেকে ২৮ টন রড নিয়ে একটি ট্রাক এসিআই ফ্যাক্টরির উদ্দেশ্যে রওনা হয়। পথে মদনপুর-মদনগঞ্জ সড়কের ইস্পাহানি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ১০-১৫ জন ডাকাত ট্রাকের চালক ও হেলপারদের নামিয়ে ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে জিপিএস প্রযুক্তির মাধ্যমে খালি ট্রাকটি কাঁচপুর থেকে উদ্ধার করা হয়। মনারবাড়ির একটি পরিত্যক্ত গোডাউন থেকে লুট হওয়া রড উদ্ধার এবং ডাকাতির সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়