ব্যক্তি উদ্যোগে মারুফের ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচি

“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা”- এই স্লোগানকে সামনে রেখে শুরু হওয়া ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচিতে অংশ নিয়েছে আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্ট।
সোমবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সাক্ষাৎ করে এই কর্মসূচিতে অংশগ্রহণের ঘোষণা দেন আনন্দ রিভারভিউ পার্ক অ্যান্ড রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ও নারায়ণগঞ্জ ক্লাবের সিনিয়র সহসভাপতি মারুফ আহমেদ বাবু।
মারুফ আহমেদ বাবু বলেন, “জার্মানি থেকে দেশে ফিরে আমি বৃক্ষরোপণের চিন্তা শুরু করি। প্রথমে আমার বাগানবাড়িতে ওষধি, ফলজ, বনজ ও কাঠের গাছ রোপণ করি। জেলা প্রশাসকের ১ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি থেকে বেশ কিছু গাছ সংগ্রহ করে রোপণ করেছি। আজ জেলা প্রশাসকের সাথে সাক্ষাতে অনুপ্রাণিত হয়ে ব্যক্তিগত উদ্যোগে বন্দর উপজেলায় ৫ হাজার বৃক্ষরোপণের পরিকল্পনা নিয়েছি।”
তিনি আরও বলেন, “পড়াশোনার সুবাদে জার্মানিতে থাকার সময় দেখেছি ইউরোপের দেশগুলোতে ৬০ শতাংশ বনভূমি রয়েছে। অথচ আমাদের দেশে বনভূমি মাত্র ৮ শতাংশ, যেখানে ন্যূনতম ৩৩ শতাংশ থাকা প্রয়োজন।”
জেলা প্রশাসক বলেন, “গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি আমরা সবার কাছে পৌঁছে দিয়ে বাস্তবায়ন করতে চেয়েছিলাম। কারণ শুধু জেলা প্রশাসনের পক্ষ থেকে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব না। যদি এই জেলার নগরিকরা বাস্তবায়ন না করে। আমি ধন্যবাদ জানাই যারা এই কর্মসূচিতে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করছে।’’