বন্দরে মনু হত্যা মামলা তুলে নিতে বাদীকে হুমকি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুরাদপুরে মনিরুজ্জামান মনু হত্যার মামলার শীর্ষ আসামি টিটু, মিঠু, ফারুক, মনির, নুরুল ও সামসুলসহ কয়েকজন কারাগার থেকে জামিনে মুক্তি পেয়ে বাদী সাবিনা বেগম ও নিহতের স্বজনদের প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত রোববার (১০ আগস্ট) নিহতের ভাগ্নি ময়না বেগম জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডিতে তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৭ জুন মনু হত্যার ঘটনায় তার মামী সাবিনা বেগম বাদী হয়ে মামলা করেন। মামলার আসামিরা জামিনে বের হয়ে আদালত প্রাঙ্গণ ও এলাকায় বাদী ও পরিবারের সদস্যদের মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছে এবং প্রাণনাশের ভয় দেখাচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৭ জুন সকালে মনু নিজ বাড়ি মদনপুর মুরাদপুরে অবস্থানকালে নুরা মিয়ার ছেলে মিঠু, টিটু, মনিরের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঙ্ঘবন্ধ দল তাকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করে। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবক লীগের নেতা মনির হোসেন ও সাবেক এমপি সেলিম ওসমানের সহযোগী ফারুক প্রধানের নেতৃত্বে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন দ্বন্দ্ব চলছিল। এর আগে মনুর ভাই নুরুজ্জামান নুরা, বাবুল আক্তার ও বড় বোন নিলুফা একই গ্রুপের হাতে নিহত হন।