১৮ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২০:০৪, ১৭ মে ২০২৫

’জুলাই যোদ্ধা’ সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে মানববন্ধন রবিবার

’জুলাই যোদ্ধা’ সাংবাদিক জিসানের মুক্তির দাবিতে মানববন্ধন রবিবার

নারায়ণগঞ্জের সাংবাদিক জান্নাতুল ফেরদৌস জিসানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। রোববার (১৮ মে) সকাল ১১টায় চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে নারায়ণগঞ্জের সাংবাদিকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।

মানববন্ধনে সাংবাদিক নেতাসহ বিভিন্ন স্তরের সাংবাদিকরা অংশ নেবেন।

গত ১২ মে রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তারে বাধা ও পুলিশের ওপর হামলার মামলায় শহরের শহীদনগর এলাকা থেকে জিসানকে গ্রেপ্তার করে পুলিশ।

জিসান একজন জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয়কর্মী। তিনি স্থানীয় অনলাইন পোর্টাল ‘প্রেস নারায়ণগঞ্জ’-এর সংবাদদাতা এবং প্রথম আলো পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভার পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক।

গত ৮ মে রাতে পুলিশ দেওভোগের ‘চুনকা কুটির’ থেকে ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করতে গেলে তার সমর্থক ও স্থানীয়রা বাধা দেয়। পরদিন সকালে আইভী স্বেচ্ছায় পুলিশের গাড়িতে উঠেন। এ সময় কালিরবাজার মোড়ে পুলিশের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

১২ মে রাতে পুলিশের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় জিসানসহ ৫২ জনকে এজাহারনামীয় আসামি করা হয়। মামলায় এক অন্তঃসত্ত্বা নারীও আসামি করা হয়েছে।

জিসানের চাচা হাবিবুর রহমান বলেন, “রাত পৌনে একটার দিকে বাসায় আসে সদর মডেল থানা পুলিশ। কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই তারা বাসায় ঢুকে তল্লাশি করতে শুরু করে। পরে জিসান ও তার বাবার নামে মামলা আছে বলে থানায় নিয়ে চলে যায়। কিন্তু কী মামলা সেইটা আমাদের বলে নাই।”

“সকালে আমরা জানতে পারি আইভীকে গ্রেপ্তারে বাধার ঘটনায় মামলা। কিন্তু অভিযানের রাতে জিসান বা তার বাবা ওই এলাকাতে (দেওভোগ) যায়নি। আমাদের বাসা থেকে দেওভোগ তো কয়েক কিলোমিটার দূরে।”

সর্বশেষ

জনপ্রিয়