১৬ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:২৮, ১৫ মে ২০২৫

পাসপোর্ট অফিসে দালাল চক্রের ঠাঁই হবে না: শামীম আহমদ

পাসপোর্ট অফিসে দালাল চক্রের ঠাঁই হবে না: শামীম আহমদ

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালাল চক্রের কোনো ঠাঁই হবে না বলে জানিয়েছেন নব নিযুক্ত উপ-পরিচালক শামীম আহমদ। বৃহস্পতিবার (১৫ মে) সকালে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

জানা গেছে, উপ-পরিচালক জামাল হোসেনকে ঢাকার হেড কোয়ার্টারে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন শামীম আহমদ, যিনি এর আগে মুন্সিগঞ্জে দায়িত্ব পালন করেছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শামীম আহমদ বলেন, “আমি যোগদানের পর অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছি। এখানে দালাল মুক্ত রাখার জন্য কাজ শুরু করেছি। হয়তো একটু সময় লাগবে। তবে গ্রাহকদের যেকোনো সমস্যা সমাধানে আমার অফিসের দরজা উন্মুক্ত রয়েছে। ভবিষ্যতে পাসপোর্ট অফিসে দালাল চক্রের কোনো ঠাঁই হবে না। আমি সেভাবেই কাজ করার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “গ্রাহকরা যেন কোনোভাবেই অযথা দালালদের কাছে না যান। পাসপোর্ট সংক্রান্ত যেকোনো কার্যক্রমে সরাসরি অফিসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা চাই গ্রাহকরা নির্বিঘ্নে সেবা গ্রহণ করতে পারেন। নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসকে একটি নিরাপদ ও আস্থার আশ্রয়স্থল হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

পাসপোর্ট সেবার মান উন্নয়নে গ্রাহক, রাজনীতিবিদ, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেন শামীম আহমদ।

সর্বশেষ

জনপ্রিয়