০২ মে ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ২১:৩৩, ২৭ এপ্রিল ২০২৫

পাভেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পাভেল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

কাশিপুরের সর্বস্তরের জনগণের ব্যানারে পাভেল হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি (ফাঁসি) দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে গুলিবিদ্ধ পাভেলের মা নুরী বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার তাজা পোলাডারে মাইরা ফালাইল, কোনো বিচার হইলো না। আসামিদের বিচার না করে জামাইয়ের মতো থানায় বসায়া রাখছে। এখনো অস্ত্র উদ্ধার করতে পারে নাই। আমি ওদের ফাঁসি চাই।”

বক্তারা অভিযোগ করেন, মাদক ব্যবসায় সম্পৃক্ত না হওয়ায় মায়শার আহমেদ বাবু গ্যাং গুলি করে পাভেলকে হত্যা করে।
তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহত পাভেলের বাবা মো. হাসমত আলী, মা নুরী বেগম, বড় বোন রেশমী বেগম, বড় ভাই মাসুম ও রুবেলসহ এলাকার বাসিন্দারা।

সর্বশেষ

জনপ্রিয়