২৫ এপ্রিল ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৭:১৩, ১৬ মার্চ ২০২৫

নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ছাত্র ফেডারেশনের

নেতাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি ছাত্র ফেডারেশনের

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডকে পুলিশি হেনস্থা এবং নেতাদের নামে 'মিথ্যা' মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন, নারায়ণগঞ্জ জেলা।

রবিবার (১৬ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সৃজয় সাহার সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি ফারহানা মানিক মুনা, সহ-সাধারণ সম্পাদক ইউশা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মৌমিতা নূর, অর্থ সম্পাদক শাহিন মৃধা ও অন্যান্যরা।

ফারহানা মানিক মুনা বলেন, ৫ আগস্টের পর বাংলাদেশে নতুন নতুন স্বৈরাচারী তৎপরতা দেখা যাচ্ছে। কখনো পুলিশের লাঠিপেটা, কখনো মিথ্যা মামলা দিয়ে আন্দোলন দমন করার চেষ্টা চলছে। গত ১৫ বছর ধরে আমরা এ ধরনের হামলা ও দমননীতি প্রত্যক্ষ করছি।

তিনি বলেন, ৫ আগস্টের পর আমরা ভেবেছিলাম পুলিশি ব্যবস্থার পরিবর্তন আসবে। পুলিশ সংস্কার কমিশনও গঠন করা হয়েছে, কিন্তু জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কোনো পরিবর্তন হয়নি।

তিনি আরও বলেন, আছিয়া ধর্ষণের পর ধর্ষণবিরোধী আন্দোলনকে দমন করতে হামলা, মামলা এবং ট্যাগিংয়ের রাজনীতি করা হয়েছে, কিন্তু কোনো কিছুই আন্দোলনকে স্তব্ধ করতে পারেনি। নারী অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এখনই সুনির্দিষ্ট প্রস্তাবনা ও বাস্তবায়ন প্রয়োজন।

মৌমিতা নূর বলেন, ছাত্রনেতাদের নামে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ৫ আগস্টের পর বাংলাদেশে মিথ্যা মামলা দিয়ে ছাত্রদের হয়রানি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। আমরা এসব ঘটনার বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করছি।

মানববন্ধনে ছাত্র ফেডারেশনের আঞ্চলিক ও কলেজভিত্তিক কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রাজনৈতিক দমননীতি বন্ধের দাবি জানান।
 

সর্বশেষ

জনপ্রিয়