১১ ডিসেম্বর ২০২৪

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৯:৫৮, ১১ নভেম্বর ২০২৪

‘সমমনা’র উদ্যোগে ঐতিহাসিক শহীদ বেতিয়ারা দিবস পালন

‘সমমনা’র উদ্যোগে ঐতিহাসিক শহীদ বেতিয়ারা দিবস পালন

ঐতিহাসিক শহীদ বেতিয়ারা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে স্মরণসভার আয়োজন করেছে  ‘সমমনা’। সোমবার (১১ নভেম্বর) বিকাল ৪টায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের উন্মুক্ত প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। 

সমমনার সভাপতি সালাউদ্দিন আহমেদের সভাপতিত্বে স্মরণসভার সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক গোবিন্দ্র চন্দ সাহা। সভায় বক্তব্য রাখেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, কেন্দ্রীয় খেলাঘরের সহ সভাপতি রথীন চক্রবর্তী, ন্যাপ নেতা এড. আওলাদ হোসেন, সমমনার উপদেষ্টা দুলাল সাহা, প্রগতি লেখক সংঘের নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকির হোসেন প্রমূখ।

সভায় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় নেতা নিখিল দাস, কবি রঘু অভিজিৎ রায়, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, উন্মেষ সভাপতি এড. প্রদীপ ঘোষ বাবু, সমমনার যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ভ‚ইয়া, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, মহিলা পরিষদের নেত্রী শোভা সাহা প্রমূখ। 

বক্তাগণ বলেন, বৈষম্যহীন সমাজ গঠনে ও মুক্তিযোদ্ধের আকাক্সক্ষা বাস্তবায়নে সকল প্রগতিশীল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভ‚মিকা রাখার আহবান জানান।

সর্বশেষ

জনপ্রিয়