ফতুল্লায় পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলা-কুতুবপুর এলাকায় একটি পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত লাশের গায়ে কোনো জামাকাপড় ছিল না বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের দৌলতপুর মসজিদ সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫-২৬ বছর।
ঘটনাস্থলে উপস্থিত ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, লোকমুখে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পুকুর থেকে লাশটি উদ্ধারের পর স্থানীয়দের কাছে পরিচয় জানতে চাইলে কেউ তাকে চিনতে পারেননি।
তিনি আরও জানান, নিহত যুবকের গায়ে কোনো জামাকাপড় ছিল না। তবে পুকুরের পাড়ে একটি থলের ভেতরে কিছু জামাকাপড় পাওয়া গেছে। লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।





































