০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রকাশিত: ২১:২৫, ২৫ মার্চ ২০২১

নারায়ণগঞ্জের ১৮৯২ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

নারায়ণগঞ্জের ১৮৯২ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে প্রথম পর্যায়ে ১ হাজার ৮৯২ জন বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

উপজেলা ভিত্তিক তালিকায় সদরে ৬২৫ জন, বন্দরে ১৬১ জন, রূপগঞ্জ ৩৫৮ জন, সোনারগাঁয়ে ৩৫২ জন, আড়াইহাজারে ৩৯৬ জন বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশ করা হয়েছে।

মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, দ্বিতীয় পর্যায়ে আরও যাচাই বাছাই এবং আপিল শুনানি শেষে আগামী ৩০ জুন এর মধ্যে যাচাই বাছাইধীন বীর মুক্তিযোদ্ধাদের নাম চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়