০৬ সেপ্টেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৬:৪১, ৫ সেপ্টেম্বর ২০২৫

মাসদাইর মহাশ্মশানের পুকুর দখলমুক্ত করার দাবি

মাসদাইর মহাশ্মশানের পুকুর দখলমুক্ত করার দাবি

নারায়ণগঞ্জের মাসদাইরে তিনশ বছরেরও পুরোনো ঐতিহ্যবাহী মহাশ্মশানের পুকুরটি দ্রুত দখলমুক্ত করার দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দলীয় ভূমিদস্যুদের সহযোগিতায় মনির হোসেন গং ভুয়া কাগজপত্র তৈরি করে শ্মশান সংলগ্ন পুকুর দখলের চেষ্টা চালায়। আওয়ামী লীগ সরকারের পতনের পরও তারা প্রশাসনের কিছু কর্মকর্তার সাথে যোগসাজশে দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ইতোমধ্যে পুকুরের অনেকাংশ ভরাট করা হয়েছে এবং সম্প্রতি চারপাশে টিনের বেড়া দিয়ে তা নিজেদের দখলে নিয়েছে।

এতে আরও বলা হয়, হিন্দু ধর্মীয় আচার অনুযায়ী শ্মশানের পাশে পুকুর থাকা অপরিহার্য। শবদাহ সম্পন্ন হওয়ার পর মৃতদেহের অস্থি বিসর্জন দেওয়ার জন্য এই পুকুর অপরিহার্য ভূমিকা রাখে। এ কারণেই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন জেলা প্রশাসককে পুকুরটি অধিগ্রহণের জন্য চিঠি দিয়েছে।

কিন্তু দখলচেষ্টা অব্যাহত থাকায় সনাতন ধর্মাবলম্বীরা সম্প্রতি জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে পুকুর দখলমুক্ত করার আবেদন জানান। তবে প্রশাসন কার্যকর ব্যবস্থা না নিয়ে বিষয়টি বিলম্বিত করছে বলে অভিযোগ করেন রফিউর রাব্বি।

তিনি বিজ্ঞপ্তিতে বলেন, “আমরা প্রশাসনের এ ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নিন্দা জানাচ্ছি। দ্রুত সংকট সমাধানের লক্ষ্যে মহাশ্মশানের পুকুর দখলমুক্ত করে দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

সর্বশেষ

জনপ্রিয়