লাগামহীন কাঁচাবাজারে ৮০ টাকার নিচে নেই কোন সবজির দাম

ভাদ্র মাসের শেষে নারায়ণগঞ্জে সব ধরনের সবজির দাম লাগামহীনভাবে বেড়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে শহরের বাজারগুলোতে চাহিদা বাড়ায় দাম আরও চড়েছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। অধিকাংশ দোকানেই ছিল না মূল্য তালিকা।
সকালে শহরের সবচেয়ে বড় দিগুবাবুর কাঁচাবাজার ঘুরে দেখা যায়— শিম কেজি ১৬০-১৭০ টাকা, কাঁচা মরিচ ১৪০-১৬০, টমেটো ১৪০-১৬০, গাজর ১০০, পেঁপে ২০-৩০, পটোল ৭০-৮০, ঢ্যাঁড়স ৮০, বেগুন ৬০-৮০, করলা ৯০-১০০, কচুরলতি ৮০, শসা ৬০-৭০, কচুমুখি ৬০-৭০, মুলা ৮০, লাউ ৩০-৭০, কাঁচকলার হালি ৩০-৪০, ধনেপাতা কেজি ৩০০-৩২০ টাকা। বাজারে ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি ৫০-৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এছাড়া আলু প্রতি পাল্লা ৯০-১০০ এবং দেশি পেঁয়াজ প্রতি পাল্লা ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস কেজি ৭৫০-৮০০, ব্রয়লার মুরগি ১৮০ এবং লেয়ার/কক মুরগি ৩২০ টাকায় পাওয়া যাচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, এলাকার ছোট বাজারগুলোতে সবজির দাম আরও বেশি।
বাজারে কেনাকাটা করতে আসা গৃহিণী পারুল বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “৭০ টাকার নিচে কোনো সবজি নেই, এত দামে কিনব কীভাবে? সংসার চালাতেই এখন অনেক কষ্ট হচ্ছে। দাম যদি আরও বাড়তে থাকে, না খেয়ে মরতে হবে।”
অন্যদিকে বিক্রেতা জসিম মিয়া বলেন, “বাজারে এখন সবজি কম। আমরা বেশি দামে কিনছি, তাই বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছি।”