১৯ মে ২০২৫

প্রকাশিত: ১৯:২৫, ২৬ সেপ্টেম্বর ২০১৯

আপডেট: ২০:৩৫, ২৬ সেপ্টেম্বর ২০১৯

যুগের চিন্তা ও সংবাদচর্চা’র বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ

যুগের চিন্তা ও সংবাদচর্চা’র বিরুদ্ধে মামলার নিন্দা ও প্রতিবাদ

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের চিন্তা ও সংবাদ চর্চা পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অনলাইন নিউজ পোর্টাল প্রেস নারায়ণগঞ্জ ও লাইভ নারায়ণগঞ্জ।

যৌথ এক বার্তায় প্রেস নারায়ণগঞ্জের সম্পাদক ও প্রকাশক মো. ফখরুল ইসলাম এবং লাইভ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী মোহাম্মদ কামাল হোসেন জানান, ‘এ ধরনের ঘটনা সংবাদপত্রের স্বাধীনতা পরিপন্থী। আমরা আশা করি, যুগের চিন্তা ও সংবাদ চর্চা’র বিরুদ্ধে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করা হবে এবং এ ব্যাপারে সকল মহলের শুভবুদ্ধির উদয় হবে।’

প্রতিবাদ জানিয়ে তারা আরও বলেন, ‘সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যদি কোন ত্রুটি বিচ্যুতি লক্ষণীয় হয়, যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মানহানিকর বলে প্রতীয়মান হয় তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রতিবেদনের ব্যাখ্যা চেয়ে নোটিশ প্রদান করা যেতে পারে। সেই ব্যাখ্যা যদি মনঃপুত না হয়, তখন প্রেস কাউন্সিলের শরণাপন্ন হওয়া যেতে পারে। কিন্তু তা না করে সরাসরি মামলা দায়ের গণমাধ্যমের জন্য হুমকি বলেই আমরা মনে করি।’

প্রসঙ্গত, সম্প্রতি দৈনিক যুগের চিন্তার বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে জেলা ও মহানগর ছাত্রলীগের দুই নেতা আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেন। এছাড়া সংবাদ চর্চার বিরুদ্ধে জেলা ও মহানগর ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ নেতারা একই ধরণের অভিযোগ তুলে সংবাদ চর্চার বিরুদ্ধে ২ দিনে মোট ৬টি মামলা দায়ের করেন।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়