১৯ মে ২০২৫

প্রকাশিত: ০৮:২৮, ২৩ জুন ২০১৯

‘দৈনিক যুগের চিন্তা’ সম্পাদক বাবলার মা আর নেই

‘দৈনিক যুগের চিন্তা’ সম্পাদক বাবলার মা আর নেই

প্রেস নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং চ্যানেল আই এর বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলার মাতা মোসা: মনোয়ারা বেগম আর নেই। শনিবার (২২ জুন) রাতে রাজধানী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্বামী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামায রোববার (২৩ জুন) বাদ যোহর রামারবাগ জামে  মসজিদে অনুষ্ঠিত হবে।

মনোয়ারা বেগম দীর্ঘদিন যাবৎ কিডনী ও হৃদযন্ত্রের জটিল রোগে ভুগছিলেন। ঈদ উল ফিতরের পর থেকে তিনি ভর্তি ছিলেন ঢাকার একটি বেসরকারী হাসপাতালে । সেখানে তাঁকে আইসিইউ’তে রাখা হয়েছিল। 

অবস্থার আরো অবনতি ঘটলে শনিবার রাতে বঙ্গবন্ধু  শেখ মুজিবুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সোয়া ৯ টায় তিনি মৃত্যুবরণ করেন। 

সাংবাদিক আবু আল মোরছালীন বাবলার মায়ের মৃত্যুতে অনলাইন নিউজ পোর্টাল প্রেস নারায়ণগঞ্জ পরিবার শোকাহত।

প্রেস নারায়ণগঞ্জ.কম

সর্বশেষ

জনপ্রিয়