১৮ জুলাই ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ:

প্রকাশিত: ১৯:০১, ১৭ জুলাই ২০২৫

আপডেট: ১৯:২৩, ১৭ জুলাই ২০২৫

রূপগঞ্জে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

রূপগঞ্জে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশে ‘গ্রীণ অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির আওতায় রূপগঞ্জে ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে কাঞ্চন পৌরসভার পৃষ্ঠপোষকতায় ও ইসলামিক দরিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে কাঞ্চন পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসব বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়।

“চরপাড়া আদর্শ বিদ্যানিকেতন”, “কেরাবো পাবলিক হাই স্কুল”, “Hamidullah Tahfizul Quran Madrasa“, “রাণীপুরা দেওয়ান লাল মাহমুদ হাফিজিয়া মাদরাসা” ও “নজরুল মোল্লা স্কুল এন্ড কলেজ”সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান ও স্থাপনায় এ বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার কর্মকর্তাগণ, স্কুলের প্রধান শিক্ষক, মাদ্রাসার অধ্যক্ষ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও ইসলামিক দরিদ্র কল্যাণ সংস্থার সদস্যসহ স্থানীয় সুশীল সমাজ।
 

সর্বশেষ

জনপ্রিয়