১৯ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৫:৩৪, ১৮ ডিসেম্বর ২০২৫

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বকেয়া বেতন পরিশোধের দাবিতে মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটা থেকে দুইটা পর্যন্ত মৌচাক এলাকায় মহাসড়কটি অবরোধ রাখেন তারা।
এতে মহাসড়কটি কয়েক কিলোমিটার যানজন দেখা দেয়।

পরে পুলিশ তাদের শান্ত করে সড়ক থেকে সরিয়ে দেন বলে শিল্প পুলিশের নারায়ণগঞ্জ-৪ ইউনিটের পরিদর্শক সেলিম বাদশা।
দুপুর সাড়ে বারোটার দিকে সিদ্ধিরগঞ্জের কোরেশ বাংলাদেশ লিমিটেড কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে নেমে আসেন। পরে তারা মহাসড়কের উপর কলাগাছ ফেলে এবং আগুন জ্বালিয়ে অবরোধ করেন।

কারখানাটিতে ৩ শতাধিক শ্রমিক-কর্মচারী কাজ করেন। শ্রমিকদের অভিযোগ, মাসের অর্ধেকের বেশি পেরিয়ে গেলেও কারখানা মালিক তাদের গতমাসের বেতন পরিশোধ করেনি। বেতন কবে দেওয়া হবে তা নিয়েও পরিষ্কারভাবে কিছু না বলায় ক্ষুব্দ হয়ে তারা সড়কে নেমে আসেন।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে শিল্প পুলিশের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সদস্যরাও ঘটনাস্থলে যান। পরে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলাপ করে সমাধান করা হবে বলে আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, “শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেওয়ার কিছুক্ষণ পরেই যান চলাচল স্বাভাবিক গতি পায়। বকেয়া পরিশোধের বিষয়টি মালিপক্ষকে দ্রুত সমাধানের জন্য আহ্বান জানানো হয়েছে।”

মালিক ও শ্রমিক প্রতিনিধিদের মধ্যে বৈঠক চলমান রয়েছে বলে জানান শিল্প পুলিশের পরিদর্শক সেলিম বাদশা।

কারখানাটির পরিচালক মশিউর রহমান বলেন, “কেবলমাত্র গতমাসের বেতন বকেয়া। বিষয়টি সমাধানে কারখানা কর্তৃপক্ষ কাজও করছে। কিন্তু এরই মধ্যে বাইরের কেউ কেউ ইন্ধন দিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি করতে কারখানা বন্ধ হয়ে গেছে বলে গুজব ছড়ায়। আমরা শ্রমিকদের নিয়েই বিষয়টি সমাধান করবো।”

“তাদের বেতন দ্রুতই পরিশোধ করা হবে”, যোগ করেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়