০৩ ডিসেম্বর ২০২৫

প্রেস নারায়ণগঞ্জ

প্রকাশিত: ১৮:৩৪, ৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দরে কোরআন খতম ও দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় বন্দরে কোরআন খতম ও দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ -৫ আসনের বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের পক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বন্দর একরামপুর এলাকায় ২৩নং ওয়ার্ডের জামিয়া ইসলামীয়া আশরাফুল উলূম মাদ্রাসায় প্রবীণ বিএনপি নেতা আব্দুর রশিদের আয়োজনে দিনভর ৬টিকে কুরআন খতম শেষে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ মিজবাহ, হাফেজ মাওলানা নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট মোঃ শরীফুল ইসলাম শিপলু, বন্দর থানা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কাজী সোহাগ, মোঃ ছায়িদ মুন্সী, সৈয়দ নুরুল ইসলাম, হারুন খান, জাকির হোসেন খান, টিটু সরদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়